Children’s Day & Organization’s 60th Foundation Day, 2022

-:: বিজ্ঞপ্তি ::-

আগামী ১৪ই নভেম্বর, ২০২২, সোমবার, শিশু দিবস উপলক্ষ্যে সমিতির কমিউনিটি হল-এ সন্ধ্যা ৬.০০টায়, শিশুদের জন্য একটি বিচিত্রানুষ্ঠান (আবৃত্তি, গান ও ম্যাজিক) অনুষ্ঠিত হবে। 

আগামী ২১শে নভেম্বর, ২০২২, সোমবার, সমিতির ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমিতির স্যুইমিং পুল-এর নিকট, সন্ধ্যা ৬.০০টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক বক্তব্য-এর আয়োজন করা হয়েছে। উক্ত সভায় “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা” নিয়ে বক্তব্য রাখবেন ডাঃ বিশ্বনাথ শর্মা, প্রফেসর অফ মেডিসিন, প্রধান-মেডিসিন বিভাগ, আই. ডি. বি. জি. হসপিটাল, কলকাতা

সমিতির সমস্ত সদস্য ও সদস্যাদের উপস্থিতি একান্ত কাম্য।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *