খুঁটি পূজো, শারদোৎসব ২০২৪

গড়িয়া অঞ্চলের অন্যতম জনপ্রিয় ক্লাব গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি। এবছরের পুজো ৫২তম বর্ষে পদার্পন করলো। আমাদের এই বছরের থিম ” সৃষ্টি হয়েছি মোরা, ধ্বংস হওয়ার জন্যে।। উৎসব করছি মোরা, একত্র হওয়ার জন্যে।। আমরাই হলাম গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি।।” 

আজ ১১ই আগস্ট আমাদের ক্লাব প্রাঙ্গনে খুঁটিপূজার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদোৎসব ২০২৪ আনুষ্ঠানিক সূচনা করা হলো। আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণাশ্রিত শ্রী শ্রী জগন্নাথ কুমার দৈত্যাপতি (পুরী), বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী রিচা শর্মা এবং বিশিষ্ট অভিনেতা শ্রী রোহান ভট্টাচাৰ্য।

আগামীদিনে প্রতিমা থেকে মণ্ডপ, পূজোর উদ্বোধন অনুষ্ঠান থেকে বিসর্জন – সবকিছুতেই থাকবে চমকের ছোঁয়া। আমাদের ক্লাবের বিস্তৃত মাঠ পূজোর কটা দিন দক্ষিণ কলকাতার অন্যতম আড্ডার ক্ষেত্র, সুন্দর সবুজের মাঝে নবীন-প্রবীণের আড্ডায় সকলকে স্বাগত।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *