গত দুই বছর কোভিডের জন্য সুইমিং সদ্স্যদের নিয়ে প্রতিযোগিতা হয় নি বা পুল খোলা সম্ভব হয় নি। এই বছর 1st April,22 থেকে সুষ্টভাবে এবং সকল শিক্ষার্থীদের/ সদস্যদের সহযোগিতায় আমরা সাফল্যের সাথে শেষ করতে চলেছি।
এবার দুইদিন প্রতিযোগিতা হবে :-
২৪|০৯|২২ ( শনিবার ) বিকাল ৪টা থেকে :-“বিশেষ ভাবে সক্ষম “ বাচ্চাদের এবং সন্ধ্যা ৬ টা থেকে মহিলা সদস্যদের।
২৫|০৯|২২ ( রবিবার ) দুপুর ১ টা থেকে :- সুইমিং পুলের সমস্থ বিভাগের ছেলে ও মেয়েদের নিয়ে।
সমিতির সকল সদস্যদের সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করি।
Add a Comment