Notice Eye Check-up Camp, 3rd September & Inter-Department Swimming Competition, 24th August, 2023

-:: নোটিশ ::-

৩শরা সেপ্টেম্বর ২০২৩ এ.এস.জি.আই হসপিটাল ও সমিতির যৌথ উদ্যোগে চক্ষু পরীক্ষা কর্মসূচি পালিত হবে বিনামূল্যে চক্ষু পরীক্ষার এই আয়োজন চলবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত

২৪ শে সেপ্টেম্বর ২০২৩ সমিতির সাঁতার বিভাগের বার্ষিক আন্ত বিভাগ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই বিভাগের শিক্ষার্থী ও আজীবন সদস্যরা অংশগ্রহণ করবেন।

সমিতির সকল সদস্য-সদস্যাদের অনুরোধ করা হচ্ছে উপরোক্ত অনুষ্ঠানগুলিতে অংশ গ্রহন করে সাফল্যমণ্ডিত করে তুলুন।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *