-:: নোটিস ::-
এতদ্বারা সকাল ১৮/১০/২০২৩ (বুধবার) তারিখে, আমাদের সমিতির ৫১তম শারদোৎসবের শুভ উদ্বোধনী অনুঠানের আয়োজন করা হয়েছে।
আমাদের সমিতির আয়োজিত ৫১ তম বর্ষের শারদোৎসব অনুষ্ঠান কর্মসূচী।
১৮ই অক্টোবর, বুধবার
সন্ধ্যা ৬ টায় – উদ্বোধনী সংগীত, পরিবেশনায় সমিতির সদস্যাবৃন্দ।
সন্ধ্যা ৬ঃ৩০ টায় – পূজামণ্ডপের দ্বারোদঘাটন এবং প্রতিমার মূর্তি উন্মোচন করবেন পরম পূজনীয় স্বামী সুরেত্তমানন্দ মহারাজ (গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার) এবং অতিথি হিসাবে উপস্থিত থাকছেন শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রী বিক্রম চ্যাটার্জী, শ্রীমতী তুলিকা বসু ও সুস্মিতা রায়।
রাত্রি ৮ টায় – সঙ্গীত পরিবেশন করবেন বিপ্লব চক্রবর্তী (জি সারেগামাপা) ।
১৯শে অক্টোবর, বৃহস্পতিবার
বিকেল ৫ টায় – রিপাবলিক বাংলা টিভির পূজা আড্ডা
সন্ধ্যা ৭ টায় – কপিলকৃষ্ণ দাস বাউল -এর সঙ্গীতানুষ্ঠান।
২০শে অক্টোবর, শুক্রবার
সন্ধ্যা ৭ টায় – সমিতির সদস্য, সদস্যাদের ও অঞ্চলের অধিবাসীবৃন্দ দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনাদের উপস্থিতি আমাদের পূজা অনুষ্ঠানকে সর্বতভাবে কল্যাণময় ও সার্থকতর হয়ে উঠবে এই আশা করি। সমস্ত অনুষ্ঠান সমিতির মঞ্চে অনুষ্ঠিত হবে।
বিরুপ কর্মকার, ব্রজগোপাল প্রামাণিক
যুগ্ম সম্পাদক (শারদোৎসব কমিটি
Add a Comment